নরসিংদীর মাধবদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি
নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি |নয়া দিগন্ত

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।

গ্রেফতার দু’জন হলেন— সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ নরসিংদী ও র‌্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কুষ্টিয়া সদর এলাকায় র‌্যাব-১১ নরসিংদী ও র‌্যাব-১২ কুষ্টিয়ার দু’টি টিম যৌথ অভিযান চালায়। এ সময় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা গ্রেফতার রাজন ও তার স্ত্রী জারাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত পরিচয় আরো চার-পাঁচজনের নামে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।