শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা কর্মপরিষদ সদস্য মো: আরশাদ আলী ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস।
এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো: নুরুল আমিন শিকদার, মুন্সীগঞ্জ পৌরসভা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, সদর উপজেলা সেক্রেটারি মো: মজনু দেওয়ান, পঞ্চসার ইউনিয়ন আমির মোহাম্মদ সামসুদ্দোহা বিশ্বাস, রামপাল ইউনিয়ন আমির মাওলানা মো: ইব্রাহিম খলিল, আধারা ইউনিয়ন আমির মাওলানা মো: ইব্রাহিম খলিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাওলানা রুহুল কুদ্দুস বলেন, ‘জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রেখে চলেছে। জামায়াত কোনো স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল নয় বরং সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচারের নামে জুলুম চালানো হয়েছে।’
আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।



