ফরিদপুরের নগরকান্দায় জাল টাকার কারবারি সন্দেহে ইমদাদুল শেখ (২৭) নামে আটক এক যুবকের পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, গত শুক্রবার বিকাশের মাধ্যমে পাওনা টাকা আনতে তালমার মোড়ে গেলে ইমদাদুলকে জাল টাকার কারবারি বলে আটক করে মারধর করা হয় এবং পরে পুলিশে হস্তান্তর করা হয়।
ইমদাদুল শেখ উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের দরিদ্র কৃষক ইকতার শেখের ছেলে।
বিকাশ দোকানদার মিন্টু খন্দকার জানান, ইমদাদুল টাকা নিতে আসার আগে এক ব্যক্তি নিজেকে মেজর পরিচয় দিয়ে কল করে তাকে সতর্ক করেন এবং পুলিশে হস্তান্তর করতে বলেন। এরপর স্থানীয়দের সহায়তায় থানায় খবর দিলে এসআই রবিউল ইসলাম এসে ইমদাদুলকে থানায় নিয়ে যান।
ইমদাদুলের মা শিল্পী বেগম ও বাবা ইকতার শেখ অভিযোগ করেন, থানায় নিয়ে তাকে আটকে রেখে এসআই রবিউলের মোবাইল থেকে এক আসিফ নামে ব্যক্তি মেজর পরিচয়ে কল করে ৬০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মামলা হবে বলে ভয় দেখানো হয়। এসআই রবিউল দু’টি বিকাশ নম্বর দিলে তারা নগরকান্দা বাজারের একটি দোকান থেকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা পাঠান। টাকা দেয়ার পর ইমদাদুলকে ছেড়ে দেয়া হলেও তার মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়নি।
এ বিষয়ে এসআই রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তালমা মোড়ের একজন বিকাশ ব্যবসায়ী কল করে জাল টাকার কারবারি আটকের কথা জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। মেজর পরিচয়ে টাকা নেয়ার বিষয়ে আমি কিছু জানি না।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ‘জাল টাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছিল। অভিযোগের সত্যতা না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। টাকা লেনদেন সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’



