ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আরো দুই নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ দু’জনসহ আসনটিতে এ পর্যন্ত বিএনপির মোট ১০ নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় থেকে এ দুই বিএনপি নেতার পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহ করেন।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির সদস্য এস এম মাসুদ। এ সময় বরমা ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম, সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুরিদুল আলম মুরাদ, পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক রাজিব উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মো: কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সজিব উদ্দিন ও মোহাম্মদ সাহেদ শিকদার উপস্থিত ছিলেন।
এ দিন একই কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আবদুস সালাম মামুনের পক্ষে দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এর আগে চট্টগ্রাম-১৪ আসনে আরো আট বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন।



