যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আসাদুজ্জামান মিন্টুকে ‘উলুধ্বনি’ ও ‘ঢাকের তালে’ বরণ করে নিয়েছেন মতুয়া সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারে মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় প্রচারণা চালানোর সময় তাকে বরণ করে নেন সম্প্রদায়ের নারী-পুরুষরা।
জানা যায়, ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণার অংশ হিসেবে তিনি শুক্রবার দিনব্যাপী উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে যান। এ সময় স্থানীয় হাজিরহাট বাজারে পৌঁছালে নানা রঙ্গের বস্ত্র পরিহিত হাজারো নারী-পুরুষ উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে এবং ঢাকের তালে আসাদুজ্জামান মিন্টুকে বরণ করে নেন।
মতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষ মিন্টুকে সাথে নিয়ে হাজিরহাট থেকে সুন্দলী বাজার পর্যন্ত ঢাক বাজিয়ে নেচে-গেয়ে ধানের শীষের প্রচারণা মিছিলে অংশ নেন। পরে হাজিরহাট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মতুয়া সম্প্রদায়ের আঞ্চলিক সভানেত্রী অঞ্জনা রায়।
মতুয়া সম্প্রদায়ের লোকজন ধানের শীষে ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তারা জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসাদুজ্জামান মিন্টুকে দলীয় প্রার্থী করা হলে ধানের শীষের পক্ষে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন করবেন তারা।
মতুয়া সম্প্রদায় আঞ্চলিক কমিটির সভাপতি মলিণ রায়ের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রকিব, যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গাজী, ছাত্রদলের মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।



