মনিরুল ইসলাম বাপ্পি

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করবে

‘বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে’ বলে মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মনিরুল ইসলাম বাপ্পি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মনিরুল ইসলাম বাপ্পি |নয়া দিগন্ত

‘বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে’ বলে মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালীয়া, সুতীর অফিস ও সেদুর ব্রিজ এলাকায় পৃথক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন। স্বাধীন রাষ্ট্র মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিএনপির সংগ্রাম শুধু দলীয় স্বার্থে নয়, পুরো জাতির ভবিষ্যতের জন্য।

আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জনগণের প্রতিনিধি নির্বাচিত করার অনুরোধ করেন তিনি।

বাপ্পী বলেন, ভাঙনকবলিত ও সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষের পাশে তিনি সবসময় ছিলেন। অতীতে গ্রেফতার, মামলা কিংবা পারিবারিক সংকটে পড়া অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন এবং নেতাকর্মীদের জামিনে মুক্ত করতে ভূমিকা রেখেছেন।এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার প্রধান লক্ষ। দলের নীতিনির্ধারণী পর্যায়েও তিনি এ অঞ্চলের মানুষের দাবি ও উন্নয়নের বিষয়টি তুলে ধরছেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম খোকা, মোহতাসিম বিল্লাহ, জামাল ফারুক জাফরিন, নূরুল ইসলাম খোকন, রবিউল ইসলাম, আসাদুর রহমান লিটন, আবুল কালাম কাজল, আম্মার হোসেন রাজু, আনারুল ইসলাম ডাবলু, মহরম হোসেন, সিরাজুল ইসলাম, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতক্ষ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।