জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছানো হবে : জামায়াত নেতা হেলাল

শনিবার মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বক্তব্য রাখেন ড. হেলাল উদ্দিন
বক্তব্য রাখেন ড. হেলাল উদ্দিন |নয়া দিগন্ত

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। পিজি হাসপাতালসহ দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে। বিদেশের উন্নত স্বাস্থ্যসেবা দেশেই ব্যবস্থা করা হবে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে চিকিৎসা না করিয়ে জাতিকে সেই বার্তাই দিয়েছেন। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই আধুনিক উন্নত সকল চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে দলমত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষ হিসেবে প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা লাভ করবে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। জামায়াতে ইসলামী মানুষের সেই কল্যাণের রাজনীতি করে। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীর রাজনীতি জামায়াতে ইসলামী করেনি এবং করবেও না। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মানুষের কল্যাণে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যান। যেখানে দুর্যোগ, দুর্দিন সেখানেই জামায়াতে ইসলামী মানবিক সহায়তায় নিয়ে হাজির। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি দুস্থ ও দরিদ্রদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘করোনাকালীন সময় যখন বাবা-মায়ের লাশের পাশে সন্তান ভয়ে আসেনি তখনো জামায়াতের কর্মীরা সারাদেশে করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা এবং মৃতদের ধর্মীয় নিয়মনীতি মোতাবেক দাফন করার দায়িত্ব পালন করেছে। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে। জামায়াতে ইসলামী মানুষের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ববোধ মনে করে। রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উন্নয়নে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতে জনগণের সমর্থনে কাজ করতে চায়।’

মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহর পরিচালনায় ও থানা সেক্রেটারি ইমাম হোসেনের ব্যবস্থাপনায় আরামবাগ হাইস্কুলে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার সকালে মতিঝিলে এক ইন্টারন্যাশনাল হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন স্থানীয় ইমাম-খতিব ও আলেমদের সাথে মতবিনিময় করেন।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালক মো: শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, মুফতি মহিউদ্দিন কাসেমী, মেজবাউল উমুল কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা মহি উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা আ ন ম হেলাল উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, পল্টন বটতলা বায়তুল নুর জামে মসজিদের খতিব ড. মাওলানা জাকারিয়া নুর, শাহজাহানপুর রেলওয়ে জামে মসজিদের খতিব শফিকুল ইসলাম, পুরানা পল্টন মসজিদের খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা জামে মসজিদের খতিবসহ শতাধিক মসজিদের ইমাম-খতিব ও মাদরাসার মুফাসসির, মুফতি ও মুহাদ্দিসরা উপস্থিত ছিলেন।