নীলফামারীতে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে গতরাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও ভোর থেকে তা কমতে শুরু করেছে। বাড়ি ফিরতে শুরু করেছেন অন্যত্র আশ্রয় নেয়া মানুষজন।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে তিস্তার পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া যায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে সোমবার সকাল ৬টায় ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল ৯টা থেকে তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে রোববার রাত ১টায় তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তায় হু হু করে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকায় লাল সংকেত জারি করে তিস্তাপারের মানুষজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং শুরু করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এ সময় তিস্তা ব্যারেজের ফাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়ে এটি।
রাতে ডিমলা উপজেলার ১৫টি চরগ্রামসহ নিম্নাঞ্চলের মানুষজনের ঘর-বাড়িতে পানি ওঠে। তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার রোপা আমনসহ উঠতি ফসলের ক্ষেত। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ উঁচু স্থানে আশ্রয় নেয় ওই এলাকার মানুষজন।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সোমবার সকাল ৯টা থেকে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এ অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।