খুলনা ডুমুরিয়ার চুকনগরে বাসের চাপায় জোহরা বেগম (৬২) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারের বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহরা বেগম উপজেলার দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জোহরা বেগম বাড়ি থেকে কাঁঠালতলায় এসে রাস্তা পার হয়ে বিপরীত পাশে যাওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার উপরে পড়ে যান। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক চালক ও বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে।



