গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকায় করে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাাই) সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ রফিকুল ইসলামের (১৭) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অপর দুই শিক্ষার্থী উপজেলার কারলসুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৮) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন (১৭) এখনো নিখোঁজ রয়েছে।
মারা যাওয়া রফিকুল ইসলাম (১৭) ধামরাই থানার শিমুলিয়া এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে। নিখোঁজ ও মারা যাওয়া তিনজনই আত্মীয়। সকলেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ধামরাই থেকে রফিকুল ইসলাম তার খালার বাড়ি সূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেল ৫টার দিকে উপজেলার মকশ বিলে পাঁচ বন্ধু মিলে ডিঙি নৌকা দিয়ে ঘুরতে বের হয়। প্রচুর পরিমাণে বাতাস ও ঢেউয়ের কারণে নৌকার মধ্যে পানি উঠলে নৌকা ডুবে যায়। তাদের মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা খোঁজাখুঁজির পরও তাদেরকে না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে দেয়। পরে আজ সকালে আবারো উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১৬ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করা হলেও বাকি দু’জনকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার রায়হান চৌধুরী জানান, গতকাল ডুবে যাওয়া ছেলেদের খোঁজ না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে দেয়া হয়। আজ সকালে আবারো উদ্ধার কাজ শুরু করলে সকাল ৮টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু’জনের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।