ঝালকাঠির নলছিটিতে আজান দেয়ার প্রস্তুতি নিয়ে অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজারে এ ঘটনা ঘটে।
আফজাল খান বারইকরন গ্রামের বাসিন্দা। তিনি দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।
বারইকরন গ্রামের ইউনিয়ন পরিষদ (ইপি) সদস্য মাহমুদ আলী লিটন বলেন, জুমার আজান দেয়ার জন্য অজু করতে গিয়ে ঘাটে নামেন আফজাল খান। তিনি সেখানে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।