সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়িসহ চালক আটক

‘গাড়িটির ভেতরে খাবার জাতীয় কিছু মালামাল ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়িসহ চালক আটক
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়িসহ চালক আটক |নয়া দিগন্ত

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পাটগ্রাম হাতীবান্ধা আসনের সাবেক এমপি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ক্ষমতায় থাকার সময় ব্যবহৃত গাড়ি ( ঢাকা মেট্রো ঘ-১৩-৫৭৩৭) সহ দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে তাদেরকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে আজ (সোমবার) সকালে চালক কাজল চন্দ্র ও তার সহযোগী আজিজ কিছু মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে বের হন। গাড়িটি কালিগঞ্জ উপজেলার কাকিনা পেট্রল পাম্পের কাছে পৌঁছলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে লোকজন গাড়িটি আটক করে কালিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ওই দু’জন সহ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘গাড়িটির ভেতরে খাবার জাতীয় কিছু মালামাল ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’