যশোরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

বুধবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়
যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলার আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।’

মানববন্ধনে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল হাশিম রেজা, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান প্রমুখ।