রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ নারী আটক

আটক রিয়া দীর্ঘদিন ধরে ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
অস্ত্র ও গুলিসহ আটক রিয়া
অস্ত্র ও গুলিসহ আটক রিয়া |নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

রিয়া ওই এলাকার নুরুল আহম্মদের মেয়ে।

সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে তল্লাশি চালায়। এ সময় অভিযানে তার ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি পুরাতন জংধরা পিস্তল, ছয়টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, চারটি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, দুইটি লম্বা ধারালো দা, একটি খেলনা পিস্তল, দুইটি বাটন মোবাইল এবং একটি কাটার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর বলে স্বীকার করেন। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলমান।