ফেকামারা ফাজিল মাদরাসার নতুন গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম

মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব রেজিস্টার মো: আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ফখর উদ্দিন ইমরান বেলট, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Katiadi
অধ্যাপক রফিকুল ইসলাম
অধ্যাপক রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী ফেকামারা ফাজিল (ডিগ্রী) মাদরাসার জন্য একটি নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১১ সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব রেজিস্টার মো: আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাদরাসার সুষ্ঠু পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম জানান, ‘অত্র মাদরাসার সাবেক শিক্ষার্থীদের অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়োজিত আছেন। মাদরাসাটির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মানে জেলার মধ্যে বেশ সন্তোষজনক অবস্থানে আছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে মান আরো উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আমি অত্র মাদরাসার সাবেক ছাত্র। মাদরাসার সাথে আমার কৈশোর জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এ প্রাঙ্গণে কাটিয়েছি। বর্তমানে মাদরাসার সাথে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি।’

তিনি আরো বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি মাদরাসার শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করছি। ফ্যাসিবাদ সরকারের সময় মাদরাসার তেমন কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি। বরং দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, কমিটি দ্বন্দ্ব সারা বছর লেগে থাকতো।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, মাদরাসাটি কামিল (মাস্টার্স) রূপান্তর করা। নতুন কমিটির মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত মাদরাসাটির অবকাঠামোগত উন্নয়ন হবে বলে অনেক অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন।