পবিত্র ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পুশইন, গরু চোরাচালান এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৩)।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম।
কর্নেল আহসান উল ইসলাম বলেন, পুশইন ও চোরাচালান ঠেকানোর জন্য সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি বলেন,দেশের কোরবানির পশুর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পাশের দেশ থেকে কোনো গরু বাংলাদেশে ঢুকতে না পারে সে লক্ষ্যে সব বিওপিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপদে ঈদ উদযাপনে সীমান্তের নিরাপত্তা ও ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা কাজ করবে। সম্প্রতি সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে রামগড় ব্যাটালিয়ন সীমান্তের জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করার অপচেষ্টার প্রতিবাদে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি আরো বলেন, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে থাকবে বিজিবি।