শার্শা গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটকরা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের মো: কামরুল মোল্লার ছেলে মো: মিঠু মোল্লা (৩২), একই জেলার পাতালিয়া গ্রামের মরহুম আহমদ সরদারের ছেলে মো: মিজানুর সরদার (৪৫), কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের মো: সরোয়ার বিশ্বাসের মেয়ে মোছা: শাপলা খাতুন (২৩), পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।
খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম,পিএসসি,ইঞ্জিনিয়ার্স জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত দিয়ে ভারতে যাবে। এমন সংবাদে ভিত্তিতে গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করেন। এ সময় চারটি মোবাইল ও একটি মোটরসাইকেল আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।