ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে মাদককারবারি আটক

আটক সুমন মিয়া ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
আটক সুমন মিয়া
আটক সুমন মিয়া |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সুমন মিয়া (৩৫) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার বোদল ইউনিয়নের হাটিয়াতা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সুমন মিয়া ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে বলে জানা গেছে।

সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: ইমতিয়াজ মাহমুদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আসামির কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল, কিছু পরিমাণ গাঁজা, দু’টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ছয় লাখ ৮২ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামি ও উদ্ধার করা মালামাল ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।