গাজীপুরে মফিজুল ইসলাম (২৬) নামে দিনমজুর এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের শিমুলতলী চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিমুলতলী চারুচত্বর এলাকায় বাসা ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো মফিজুল ইসলাম। রাতে ১২টার দিকে পাশের এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) পূনর্বাসন আবাসিক এলাকার ভেতরের রাস্তায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকাটি ঘিরে মাদক সিন্ডিকেটের তৎপরতা বৃদ্ধি পওয়ায় গাজীপুরের অন্যতম হট স্পটে পরিণত হয়েছে। ফলে কিশোর অপরাধের পরিমাণ বেড়ে গেছে। বিগত ৫ মাসে একই এলাকায় অন্ততঃ আরো দু’জন কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



