চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার মমতাজ কনভেনশন হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কৃতি শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
তিনি বলেন, ‘মেধাবীরা শুধুমাত্র নিজের জন্য নয়, দেশের কল্যাণেও কাজ করবে। ছাত্রশিবিরের এ আয়োজন আনোয়ারার জন্য একটি নতুন দিক উন্মোচন করবে।’
শহর শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও পশ্চিম শাখার সভাপতি ওয়াহিদুল ইসলাম সাইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।
তিনি বলেন, ‘পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগোতে হলে নিজেকে তৈরি করতে হবে। যদি নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে না পারো, তাহলে উন্নত বিশ্ব তোমাদের গ্রহণ করবে না। এ পথে ছাত্রশিবির সিঁড়ি হিসেবে পাশে থাকবে।’
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, সাহিত্য সম্পাদক সারতাজ আরেফীন ফাহিম, সাবেক সেক্রেটারি কামরুল ইসলাম এবং শিক্ষক মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।