শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে ৫ শতাধিক কারখানা শ্রমিক আহত

ভূমিকম্পের সময় কারখানার ফায়ারিং এলার্ম বেজে ওঠে। মূল ফটক বন্ধ থাকার কারণে বের হওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
আহত শ্রমিকরা।
আহত শ্রমিকরা। |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে তীব্র ভিড় ও ধাক্কাধাক্কির কারণে পাঁচ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে অনুভূত ভূকম্পনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কেওয়া পূর্ব খন্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত ডেনিম্যাক ওয়াশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

আহত নারী শ্রমিক পান্না বলেন, ‘ভূমিকম্পের সময় কারখানার ফায়ারিং এলার্ম বেজে ওঠে। আমরা দ্রুত বের হওয়ার চেষ্টা করি কিন্তু মূল ফটক বন্ধ থাকার কারণে বের হওয়া সম্ভব হয়নি। গেট ভাঙার চেষ্টা করার সময় এবং তাড়াহুড়ো করতে করতে অনেক শ্রমিক আহত হন।’

শ্রমিক আহাদ বলেন, ‘আমার পাশে থাকা কয়েকজন সহকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। কারখানার মূল গেট ভেঙে অনেকের উপরে পড়ে গেছে, কারখানার ভেতর পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল।’

কারখানায় কর্মরত শ্রমিক জাহিদুল ইসলাম, হারুন মিয়াসহ অনেকে জানায়, ভূমিকম্পের সময় কারখানার ফায়ারিং এলার্ম বেজে উঠলে শ্রমিকরা কারখানা থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করে। এ সময় কারখানার মূল ফটকের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ফটকে তালা লাগিয়ে দেন। তালা খুলে দেয়ার জন্য আমরা তাদের পায়ে ধরে অনুরোধ করেছি কিন্তু তারা তালা খুলে দেননি। নিজেদের জীবন বাঁচাতে তখন শ্রমিকরা কারখানার মূল ফটক ভেঙে ফেলেন। এ সময় গেটের নিচে চাপা পড়ে অনেক শ্রমিক আহত হন। আমরা মনে করি এর জন্য কারখানা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত হাসপাতালে প্রায় চারশতাধিক আহত রোগী এসেছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এ হাসপাতালে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা চলছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও কোনো গাফিলতি ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।