কুয়াকাটা সৈকতে ব্যাপক ক্ষয়ক্ষতি, মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

বেড়িবাঁধ ভেঙেপানি প্রবেশ করে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, চিংড়ির খামার ও পুকুর।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
মেরিন ড্রাইভ সড়কে ভাঙন
মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

সমুদ্রে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও উত্তাল ঢেউয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। জোয়ারের তীব্র ঢেউয়ে মেরিন ড্রাইভ সড়কেও ভাঙন দেখা দিয়েছে।

কুয়াকাটা সৈকতের ঝাউবাগান, জাতীয় উদ্যান এলাকা থেকে শুরু করে বেড়িবাঁধ পর্যন্ত নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হোসেনপাড়া সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে ওই গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে গেছে বসতবাড়ি, আবাদি জমি ও ফসলি ক্ষেত।

এছাড়া ভয়াবহ ভাঙন দেখা গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কে। দীর্ঘদিন ধরে বালুক্ষয়ের কারণে দুর্বল হয়ে থাকা সড়কের উল্লেখযোগ্য অংশ সাগরে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে মেরিন ড্রাইভ সড়ক চোখের পলকে বিলীন হয়ে যাবে। এতে পর্যটন অবকাঠামো ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করেন স্থানীয়রা।

জানা গেছে, ডিসি পার্ক সৈকত সড়কেও নতুন ভাঙন দেখা গেছে। সৈকতের বিভিন্ন অংশে ঝাউগাছ ও নারকেলগাছ ভেঙে পড়ে রয়েছে। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে বালু ক্ষয়ে মাটির স্তর উন্মুক্ত হয়ে পড়েছে। এতে কুয়াকাটার প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে।

এছাড়া দু’দফা জোয়ারের পানিতে জেলার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, চিংড়ির খামার ও পুকুর।

স্থানীয় জেলেরা জানান, মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, কুয়াকাটার সৈকত ও মেরিন ড্রাইভ সড়ক রক্ষায় দ্রুততম সময়ে টেকসই বাঁধ নির্মাণ ও বালু ক্ষয়রোধে দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে না নিলে পর্যটন নগরী কুয়াকাটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।