পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আনোয়ার হোসেন রতন (২২) উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামের মরহুম মনছুর আলীর ছেলে।
ফৈলজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে বাড়িতে ফ্রিজ মেরামতের কাজ করছিলো ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রতন। এসময় বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।