বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, ‘জুলাই বিপ্লবের আগের যে পরিবেশ ছিল, একটি পক্ষ সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা তাদের স্পষ্টভাবে সতর্ক করে বলতে চাই—আপনারা যদি ভেবে থাকেন এ জাতির তরুণ ও সচেতন নাগরিকদের বিভ্রান্ত করে জুলাইয়ের আগের পরিবেশ ফিরিয়ে আনবেন, তাহলে জুলাই বিপ্লবের তরুণরা তা বাস্তবায়ন হতে দেবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ করছি—একটি পাতানো নির্বাচন আয়োজন করে কেউ কেউ ক্ষমতায় আসতে চায়। এ উদ্দেশ্যে তারা রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ এধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না। যারা চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়মের পক্ষে অবস্থান নেবে এবং যারা জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্রশিবির তরুণদের সাথে নিয়ে তাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করবে।’
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই বিপ্লব-পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল আরো বলেন, জুলাই সংস্কার প্রস্তাবনাকে এ দেশের তরুণ সমাজ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে না। যারা ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করে, তারাই এই সংস্কারের বিরোধিতা করছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই—যারা এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্রশিবির এ দেশের তরুণ সমাজকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গড়ে তুলবে।
মতবিনিময় সভায় ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।



