গাংনীর কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

তারা সকলেই বাংলাদেশী। ‌তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়।

Location :

Meherpur
গাংনীর কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ
গাংনীর কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ |ছবি : নয়া দিগন্ত

গাংনী সংবাদদাতা ও মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫ এলাকা দিয়ে ওই ১৮ জন বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের পরে কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের ভেতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা ১৮ জন স্থানীয় মানুষের সাথে মিশে যাওয়ার আগেই আটক করতে সক্ষম হয় বিজিবি জোয়ানরা।

আটকরা জানান, তারা সকলেই বাংলাদেশী। ‌ বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। ‌তাদেরকে আটক করে কাজিপুর সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়।