জামালপুরের মেলান্দহ উপজেলায় দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় দাফনের আট মাস নয় দিন পর আদালতের নির্দেশে সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশ উত্তোলন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকা থেকে লাশটি উত্তোলন করা হয়।
নুরুল হক জঙ্গি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লিকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর রাত ৮টায় জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুল হক জঙ্গির মৃত্যু হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তার দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াছমিন রুমা প্রথম স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর জুলাইয়ে লাশ উত্তোলনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ আগস্ট আদেশ প্রাপ্ত হয় পিবিআই।
জামালপুর পিবিআই-এর ইন্সপেক্টর মোশাররফ বলেন, মামলার প্রকৃত রহস্য উদঘাটনে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশটি উত্তোলন করা হয়।