বরিশাল-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে ভারী যানবাহন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে পাঁচ টন ধারণ ক্ষমতার বামরাইল সেতুতে প্রতিদিনই ২০-৪০ টন মালবাহী ট্রাক চলছে, ঝুঁকিপূর্ণ ঘোষণা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
বামরাইল সেতু
বামরাইল সেতু |নয়া দিগন্ত

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা পাঁচ টনের সেতুতে প্রতিনিয়তই চলছে ২০ থেকে ৪০ টন মালবোঝাই যানবাহন। উপজেলার বামরাইলে বামরাইল সেতুটি সড়ক বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানিয়ে দেয়া হলেও তা মানছে না কেউই।

মঙ্গলবার (২১ অক্টোবর) সরজমিনে দেখা যায়, ৫৪ বছরের পুরানো সেতুটি দেবে যাওয়ায় ফাটল ধরেছে বিভিন্ন অংশে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর নিচে বালু ভর্তি জিও ব্যাক বসানো হয়েছে। ভারী যানবাহন চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

কিন্তু প্রতিনিয়তই সেতুর উপর দিয়ে চলছে পাথর, রড, সিমেন্ট-বোঝাই ২০ থেকে ৪০ টনের বেশি মালবাহী ট্রাক। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

গত রোববার সাইনবোর্ড দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সেখানে পাঁচ টনের অধিক যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিকল্প সড়ক দিয়ে যেতে সময় ও জ্বালানি তেল লাগছে বেশি। তাই ঝুঁকি নিয়ে তারা এ সেতুর উপর দিয়ে চলাচল করা হচ্ছে বলে দাবি চালকদের।

যাত্রীবাহী বাস চালকরাও রয়েছেন ভয়াবহ আতঙ্কে। ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়েও আতঙ্কে অভিভাবকেরা।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে কাজ চলছে।