বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মানুষই সংবর্ধনা দিয়েছে, বিএনপি একা সংবর্ধনা দেয়নি। বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ও দেশের সাধারণ মানুষই গতকালকে তাকে সংবর্ধনা দিয়েছে। তারেক রহমান এখন জনগণের নেতা এবং মানুষের ভবিষ্যৎ কর্ণধার।’
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে দেশবাসী দীর্ঘ প্রতিক্ষায় ছিল। তার আগমনকে নিয়ে নানা গুঞ্জন ছিল। তার আসার মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ও গুঞ্জনের সমাপ্তি ঘটেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিদেশের মাটিতে বসে জনগণের জন্য তিনি যে লড়াইটা করেছেন, এখন সেই লড়াইটা প্রত্যক্ষভাবে দেশের মাটিতে বসে সম্পন্ন করবেন।’
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে হাজারো নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবস্থান করছেন।
এছাড়া জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেইসাথে তার আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।



