বগুড়ায় নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে অটোচালকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের আট দিন পর অটোরিকশাচালক আবু বক্করের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওসি জানান, অটোরিকশা চুরির কারণে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
শেরপুর থানা
শেরপুর থানা |সংগৃহীত

বগুড়ার শেরপুরে নিখোঁজের আট দিন পর পুকুর থেকে অটোরিকশাচালক আবু বক্করের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবু বক্কর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে আবু বকর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২ সেপ্টেম্বর ঘোগা বটতলা এলাকার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে, কিন্তু সেটির সাথে ব্যাটারি পাওয়া যায়নি। পরে অপরিচিত এক ব্যক্তি ব্যাটারি বিক্রি করতে এসে স্থানীয়দের তোপের মুখে ব্যাটারি রেখে পালিয়ে যায়, এরপর শেরপুর থানা পুলিশ সেই ব্যাটারিও উদ্ধার করে।

আরো জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া হঠাৎ ড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে স্থানীয়রা পঁচা দুর্গন্ধ পায়, পরে তারা সেখানে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চুরির কারণে এই হত্যাকাণ্ড হয়েছে।