সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করার লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের তিস্তা ব্যাটালিয়নের অধীনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ‘চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন এ নতুন বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
এ সময় তিনি বলেন, ‘বিজিবি আস্থা ও নিরাপত্তার প্রতীক। এরই ধারাবাহিকতায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের সকল অপরাধ রোধে আগের মতো কাজ চালিয়ে যাবে। এছাড়া সীমান্তে গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো: মুসাহিদ মাসুম।



