বেনাপোলে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টার এবং যশোর র‌্যাব-৬ যৌথভাবে একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোলে বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ যুবক আটক
বেনাপোলে বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ যুবক আটক |নয়া দিগন্ত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টার এবং যশোর র‌্যাব-৬ যৌথভাবে একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হাসানকে (২৮) আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘র‍্যাব আটক আসামি ও উদ্ধার করা অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’