নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ডাঙ্গাসিঙ্গিয়া গ্রামের ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে (২০) হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা- নড়াইল সদরের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) ও একই গ্রামের আজিবার খানের ছেলে রমজান খান (২৯)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে সদর উপজেলার ডাঙ্গাসিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে আবু রোহান মোল্যা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে ওইদিন সন্ধ্যায় দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যান।
রাতে আবু রোহান বাড়িতে না ফেরায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে রোহানের বাবা চান মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার পর ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা সড়কের পাশ থেকে আবু রোহানের লাশ উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ১৪ জনের স্বাক্ষ্যপ্রমাণ শেষে শাহিন শেখ ও রমজান খানের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।
এ মামলার অপর আসামি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।