নওগাঁর মহাদেবপুরের খড়হাটি থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ, বয়স আনুমানিক ২৮ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাদেবপুর বকের মোড়ের দক্ষিণ পাশের সোনালী ব্যাংকের পুরাতন ভবনের সামনে খড়হাটির পাশে পথচারীরা প্রস্রাব করতে যায়। সেখানে খড়ের গাদার পূর্ব পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।