চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ছয়জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৪ জুন) ভোরে ঠাকুরপুর সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলালের কাছ দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ঠাকুরপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন ছয়জনকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার মরহুম কিতাব আলীর ছেলে শাহাজান (৪০), শাহাজানের স্ত্রী কহিনুর (৩৫) ও মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন (১৫), মিশু সাথী খাতুন (৮) এবং ছেলে নাজমুল (১)।
এ বিষয়ে শাহাজান বলেন, ‘গত ১৯ থেকে ২০ বছর আগে আমরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানায় রাজ্যে গিয়ে বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ করে ভারতীয় লোকজন আমাদেরকে জোরপূর্বক তাড়িয়ে দিচ্ছে এবং তারা বলছেন, কোনো বাংলাদেশী ভারতে থাকতে পারবে না।’
এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, ‘বিজিবি আমাদের কাছে একই পরিবারের ছয়জনকে হস্তান্তর করেছে। আমরা তাদের কাছে শুনে তাদের আত্মীয়-স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বার্তা পাঠিয়েছি।’
এ ঘটনায় দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান জানান, তাদের ছয়জনকে পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। দুপুরে তাদের খাবার ও গোসলের ব্যবস্থা করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য তাদের আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। আত্মীয়-স্বজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।