মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস এ আদেশ দেন।
সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রমিক সজল হত্যা মামলায় তাকে ১২ দিনের রিমান্ড শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘আমার মক্কেল রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি আওয়ামী লীগ নেতা হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।’
কোর্টের অনুমতি নিয়ে ফয়সাল বিপ্লব নিজেও বলেন, ‘আমি হত্যাকাণ্ডের সাথে জড়িত নই। তৎকালীন পুলিশ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তখন আওয়ামী লীগের বিরোধী প্রার্থী ছিলাম।’
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, ‘হত্যার হুকুমদাতা সাবেক এমপি ফয়সাল বিপ্লব। তদন্তের স্বার্থে তার রিমান্ড প্রয়োজন।’
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুল ফরাজিসহ তিনজন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ফয়সাল বিপ্লব।