ভূরুঙ্গামারীতে আলেম-ওলামাদের সাথে প্রশাসনের নির্বাচনী সভা

সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
আলেম-ওলামাদের সাথে নির্বাচনী সভা
আলেম-ওলামাদের সাথে নির্বাচনী সভা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইমাম, খতিব, আলেম ও ওলামাদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হকের সঞ্চালনা ওসি আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, খতিব আশফাকুর রহমান, খতিব হাবিল উদ্দিন, বাউসমারী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেদ আলী, হাফেজ মাওলানা নুরুল ইসলাম বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহাদাৎ হোসেন ইমামদের প্রতি মসজিদের খুতবায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানে ভোটারদের উদ্বুদ্ধ ও ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করার আহ্বান জানান। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন।