কর্ণফুলীতে ৬০০ রোগী পেলেন ফ্রি চক্ষু চিকিৎসা

কর্ণফুলী উপজেলার দৌলতপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ সেবা দেয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
কর্ণফুলীতে ফ্রি চক্ষু চিকিৎসা
কর্ণফুলীতে ফ্রি চক্ষু চিকিৎসা |নয়া দিগন্ত

চট্টগ্রামে ‘কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশন’ ও ‘বোনানজা ক্লাবের’ যৌথ উদ্যোগে এবং লায়ন্স হাসপাতাল চট্টগ্রাম সেন্ট্রাল শাখার সহযোগিতায় ছয় শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) কর্ণফুলী উপজেলার দৌলতপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ সেবা দেয়া হয়।

চক্ষু সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর ও লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন কামাল পাশা, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন জুনায়েত রহমান রিফাত ও সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট আলী মো: নিজাম উদ্দীন, বোনানজা ক্লাবের প্রেসিডেন্ট শাহেদুল ইসলাম, কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াছিন, বোনানজা ক্লাবের সেক্রেটারি আতহার শিহাব জাকি, লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট লিও শারমিন শাকি, কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা জিয়া উদ্দিন, নুরুদ্দীন জাহাঙ্গীর, মোস্তফা আল মাহামুদ ইমরোজ, মহিউদ্দিন কায়েস ও আসিফ আমিরী প্রমুখ।

চিকিৎসা সেবা চলাকালীন কার্যক্রম পরিদর্শনে আসেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরী, কর্ণফুলী থানার আমির মনির আবচার চৌধুরী, ইলিয়াস মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।