টাঙ্গাইলে চাহিদা ১৯ হাজার, সরবরাহ ৬৫০টি করোনা পরীক্ষার কিট

‘হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের শনাক্তকরণের জন্য যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
টাঙ্গাইলে চাহিদা ১৯ হাজার, সরবরাহ ৬৫০টি করোনা পরীক্ষার কিট
টাঙ্গাইলে চাহিদা ১৯ হাজার, সরবরাহ ৬৫০টি করোনা পরীক্ষার কিট |নয়া দিগন্ত

টাঙ্গাইলে জনসংখ্যা বিবেচনায় স্বাস্থ্য অধিদফতরে করোনা পরীক্ষার কিটের চাহিদা দেয়া হয় সাড়ে ১৯ হাজার। সেখান থেকে মাত্র ৬৫০টি করোনা ভাইরাস শনাক্তকরণের কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৩ জুন) টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই কিটগুলো সরবরাহ করা হয়। এদিন তিনজনের করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। গত ৪৮ ঘণ্টায় আর কোনো পরীক্ষা করা হয়নি।

হাসপাতাল সূত্র জানায়, প্রায় প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসে। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা ভাইরাস পরীক্ষার কিট সরবরাহ না থাকায় রোগীদের জেলা সদরে পাঠানো হয়। ফলে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা উপসর্গের রোগীদের পরীক্ষা করা হচ্ছে।

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আব্দুল কুদ্দুস জানান, হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের শনাক্তকরণের জন্য যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

টাঙ্গাইলের সিভিল সার্জন এফ এম মাহবুবুল আলম জানান, জেলার জনসংখ্যা বিবেচনায় ১৯ হাজার ৫০০ কিটের চাহিদাপত্র স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৬৫০টি কিট পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখনও করোনা পরীক্ষার কিট পাঠানো হয়নি। টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনার কিট আছে। উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষার জন্য টাঙ্গাইল জেলা সদরে পাঠাতে বলা হয়েছে।