যশোর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ

নির্বাচনে জয়ী হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা মাসুম বিল্লাহ
সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা মাসুম বিল্লাহ |সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে প্রার্থী হয়েছেন আন্দোলন-সংগ্রামের অগ্রসেনানী ও মজলুম নেতা মাওলানা মাসুম বিল্লাহ।

মাওলানা মামুনুল হক ঘোষিত খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম সারির সংগঠকদের অন্যতম তিনি। ইসলামী আদর্শে অনড় অবস্থান, রাজপথের সংগ্রাম এবং জনসেবামূলক ভূমিকার জন্য অভয়নগর ও বাঘারপাড়ায় সাধারণ মানুষের কাছে তিনি নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।

দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে আসা এই নেতা বহুবার হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন। ৪ আগস্টের সহিংস হামলার সময়ও তিনি রাজপথে থেকে সাহসিকতার পরিচয় দেন।

করোনা মহামারীতে যখন গোটা দেশ স্তব্ধ, তিনিই প্রথম কাফন-দাফনের দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়ান। মুসলিম-অমুসলিম সবার জন্য মানবিক সেবা দিয়েছেন নিরলসভাবে। দুর্যোগ, বন্যা ও কোরবানির সময় এলাকায় সরাসরি ত্রাণ ও সহায়তা পৌঁছে দিয়েছেন।

তিনি একাধিক মাদরাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বেফাকুল মাদারিসের শূরা সদস্য, হেফাজতে ইসলাম যশোরের সহ-সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সাম্প্রদায়িক উত্তেজনার সময় অমুসলিমদের বাড়ি বাড়ি গিয়ে শান্তি নিশ্চিত করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে জয়ী হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি।