শামীম সাঈদী

যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন

‘যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন। দেশের সম্পদ যারা আমানত মনে করবে আগামীতে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান।’

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন : শামীম সাঈদী
যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন : শামীম সাঈদী |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন। দেশের সম্পদ যারা আমানত মনে করবে আগামীতে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান।’

সোমবার (১ সেপ্টেম্বর) কাউখালি উপজেলার জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্টাফ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুহাম্মদ নুরুজ্জামান মোল্লা, সভাপতি-প্রাক্তন শিক্ষার্থী সমিতি, অত্র মাদ্রাসা।

‎আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার অর্থ সম্পাদক আরেফিন আব্দুল্লাহ। ‎ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান।

অনুষ্ঠানে ‎সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান।

শামীম সাঈদী বলেন, ‘শিক্ষকরাই দেশ জাতি গড়ার কারিগর, শিক্ষকদের থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা শিক্ষক তারা মানুষকে সৎ শিক্ষা দেবে। আপনারা সৎ মানুষের পক্ষে থাকুন, সৎ মানুষকে সাপোর্ট দিন। যত বড় বিপদ আসুক আমরা সব সময় সত্য কথা বলবো।’

তিনি আরো বলেন, ‘আমাকে আপনাদের সংসদ সদস্য করতে হবে না, আপনারা সৎ, যোগ্য মানুষকে সংসদ সদস্য বানান। যেই সৎ হবে তাকেই আপনারা সাপোর্ট করুন।’ সর্বোপরি প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে আলোচনা শেষ করেন।