মধুপুরে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতনির মৃত্যু

এ সময় দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে পরে নিজেই আটকে যান তারে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ দাদিকে বাঁচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি খাতুন (২২) নামে এক নাতনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি খাতুন ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে।

প্রতিবেশী মারুফ হোসেন জানান, বাড়ির উঠানের উপরে থাকা তারে বিদ্যুতের সংযোগ থাকায় ওই তারে লেগে বিদ্যুৎতাড়িত হন দাদি আয়মনা বেগম। পরে তাকে রক্ষায় এগিয়ে আসেন নাতনি পপি। এ সময় দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে পরে নিজেই আটকে যান তারে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর আবারো ওই তারে স্পর্শ লেগে বিদ্যুৎতায়িত হয়ে আহত হয়েছেন খাদিজা (৩৭) নামে এক নারী। আহত দুই নারী চিকিৎসাতে স্বাভাবিক হয়ে উঠেছেন বলে জানা গেছে।