বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠন করবো।’
রোববার (২৫ মে) বিকেলে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন। জেলে ছিলেন, লড়াই করেছেন। অসুস্থ হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবুও তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তার আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও ন্যায়ের সংগ্রামে অবিচল রয়েছে।’
রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশেদুল হাসান লিংকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, ফয়েজুল্লাহ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন ও সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয় প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘সরকার পরিবর্তনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি তৃণমূল থেকে সুসংগঠিত হচ্ছে এবং প্রতিটি স্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’