পাটগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলাদেশ সীমান্তের ৮১০ পিলার এলাকা থেকে ভারতীয় নিউ কুচলিবাড়ি বড়ভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আজিনুর ইসলাম (২৪) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলাদেশ সীমান্তের ৮১০ পিলার এলাকা থেকে ভারতীয় নিউ কুচলিবাড়ি বড়ভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

আজিনুর ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাংগাটারির বাসিন্দা মো: নুর হোসেনের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপরের দিকে আজিনুর ওই মৌজার ডাঙ্গাটারী সীমান্ত লাগোয়া একটি ভুট্টা ক্ষেত দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা এলাকার লোকজনদের সহায়তায় আজিনুরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে রংপুর ৫১ বিজিবির ডাঙ্গাটারী ক্যাম্প, বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পত্র দেয়।

আজ শনিবার দুপরে রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম আল-দ্বীনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিজিবি বিএসএফের কম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

তিনি বলেন, বৈঠকে বিএসএফ বিজিবির নিকট দুঃখ প্রকাশ করে বলেছে, বাংলাদেশী যুবক আজিনুরকে থানায় রাখা হয়েছে। তাকে কোনো রকম নির্যাতন করা হয়নি, তারা বিজিবিকে আশ্বস্ত করেছে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে দ্রুত বিজিবির নিকট হস্তান্তর করা হবে।