ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৫ ঘণ্টার বিরতির পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো: সালাউদ্দিন আহমেদ।
এর আগে, শুক্রবার সন্ধ্যার পরে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ৭টার সময় কুয়াশার মাত্রা বৃদ্ধি পেলে নৌ-রুটের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। বহুমুখী দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষ দুই রুটেই সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়।
হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে যাত্রীসহ যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরি ‘শাহ মখদুম’, ‘এনায়েতপুরী’ ও ‘ভাষা শহীদ বরকত’ ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি ‘ঢাকা’ দীর্ঘ সময় ধরে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এর ফলে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়।
অপরদিকে পাটুরিয়ায় ঘাট থেকে কিং বার্ড নামে একটি লঞ্চ শতাধিক যাত্রি নিয়ে দৌলতদিয়া আসার পথে চর কর্নেশনায় ডুবো চরে আটকা পড়ে। পরে ৯৯৯ নাম্বারে কল করলে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ লঞ্জটি উদ্বার করে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে।



