হিজাব নিয়ে কটাক্ষ : এবার ফেনী কলেজের সেই ছাত্রীকে হুমকি, থানায় জিডি

এ সময় তিনি আমার পরিহিত হিজাব, বোরকা, পর্দা ও সৌন্দর্য নিয়ে আমাকে কুরুচিপূর্ণ এবং অসংলগ্ন মন্তব্য করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

হিজাব পরায় ফেনী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হওয়া কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী ফাতিমা আইমান রুহীকে এবার বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর পক্ষ থেকে ফেনী মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর দুপুর দেড়টায় টিউশন শেষে হোস্টেলে যাওয়ার সময় প্রশাসনিক ভবনের সামনে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার শীল স্যার আমাকে ডেকে নেন। এ সময় তিনি আমার পরিহিত হিজাব, বোরকা, পর্দা ও সৌন্দর্য নিয়ে আমাকে কুরুচিপূর্ণ এবং অসংলগ্ন মন্তব্য করেন। বিশেষ করে আমার ধর্মীয় রীতি অনুসারে পর্দা বা হিজাব সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমার ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও একজন নারী শিক্ষার্থী হিসেবে নিরাপত্তাবোধকে আঘাত করেছে। ঘটনায় পরদিন ২৪ নভেম্বর কলেজ কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে কলেজ প্রশাসনের উদ্যোগে তদন্ত চলমান রয়েছে।

তিনি জিডিতে আরো উল্লেখ করে বলেন, তদন্ত কমিটি গঠন করার পর ২৫ ও ২৬ নভেম্বর আমাকে আমার ব্যবহৃত যোগাযোগ অ্যাপস চিঠি মি’র মাধ্যমে বেনামি আইডি থেকে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় আমার জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ধারণা, ওই শিক্ষক ও তার লোকজন আমাকে হুমকি দিয়ে আসছে।