আনোয়ারায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান বদনী গ্রেফতার

রাতে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
গ্রেফতার ভাইস চেয়ারম্যান বদনী
গ্রেফতার ভাইস চেয়ারম্যান বদনী |নয়া দিগন্ত

চট্টগ্রামে আনোয়ারা উপজেলার আলোচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি ) রাত ৯টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম ওরফে বদনী ২০০৪ সালে চট্টগ্রামের আলোচিত সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলার অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় তিনি ছয় মাস কারাভোগও করেন।

রাজনৈতিক জীবনে মরিয়ম বেগম টানা দুই মেয়াদে আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ সালে তিনি বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর পুনরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করেন। সর্বশেষ ২০১৯ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদে নির্বাচিত হন।

বিশেষ করে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।