সিলেট সীমান্তে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সীমান্তে ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে ভারতীয় চোরাইপণ্য জব্দ |নয়া দিগন্ত

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।

এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও ডিবির হাওর বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, চা-পাতা, চিনি ও বাংলাদেশী শিং মাছ জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ চোরাইপণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’