কুষ্টিয়ার খোকসায় ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনের দলীয় এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খোকসা বাসস্ট্যান্ডে খোকসা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে খোকসা উপজেলার সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ ও পৌর আহ্বায়ক মহব্বত হোসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পিনো, কুমারখালী উপজেলার ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব আবু কাওসার অপু, পৌর আহ্বায়ক ইব্রাহীম হোসেন প্রমুখ।
মেহেদী আহমেদ রুমী বলেন, ‘দেখেন আমাদের ওপর এত অত্যাচার, আমি পাঁচ বছর সাত মাস জেল খেটেছি, হাসিনা খাটাইছে, একটা দাঁতও নেই।’
এসময় তিনি তরুন ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।
মোজাক্কির রহমান রাব্বি বলেন, ‘আমরা দেখেছি কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে প্রার্থিতা ঘোষণা করার পরেই অনেকেই ১০ জন ১৫ জন নিয়ে মিছিল এবং সংবাদ সম্মেলন করছেন। অথচ যারা মিছিল সংবাদ সম্মেলন করছেন তাদেরকে তো ফোনে পাওয়া যেত না। কোথায় ছিলেন ৫ তারিখের আগে?’
‘তারা নাকি মোবাইল ফোনে ব্যবহার করত না। বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে তাদের খুঁজে বের করা লাগতো।’
তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে খোকসার শোমসপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।



