কুয়াকাটায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। |প্রতীকী ছবি

কুয়াকাটায় বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে সমুদ্র সৈকতের মিরাবাড়ী এলাকা লাশ ভেসে আসে।

নজরুল ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে সৈকতের মিরাবাড়ী এলাকায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নজরুল ইসলামের ছেলে নাসির হাওলাদার গিয়ে লাশ শনাক্ত করেন।

নাসির হাওলাদার বলেন, ‘আমার বাবা গত শুক্রবার ট্রলারডুবিতে নিখোঁজ হন। তারা ১৫ জন ছিলেন। ৮৪ ঘণ্টা পর ১০ জন উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যেই একজন আমার বাবা। আজ সকালে তার লাশ ভেসে এসেছে।’

কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।