ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শুক্রবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দাদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শাহিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দাদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কুমাতপুর এলাকার মরহুম ভোলা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শাহিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘দুর্ঘটনার শিকার ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছিল। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, নিহত শাহিনের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।